দ্য শেয়ার নিউজ ডেস্ক : তৃণমূলের বিধায়ক পদ থেকে অবশেষে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় পৌঁছোন শুভেন্দু অধিকারী। পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে রিসিভ সেকশনে গিয়ে বিধানসভার সচিবের উদ্দেশে ইস্তফা পত্র জমা দেন তিনি। ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বিধানসভার অধ্যক্ষকেও। যদিও সচিবের কাছে ইস্তফা দেওয়া যায় না বলে দাবি করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। পরে বিধানসভায় গিয়ে সব দিক খতিয়ে দেখে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান বিমানবাবু। ফলে আদৌ শুভেন্দুর ইস্তফা গৃহিত হল কিনা তা নিয়ে বিতর্ক রয়ে গেল।
১৮ দিন আগেই মন্ত্রিত্ব ছেড়েছিলেন তিনি। সেই সময় থেকেই বিধায়ক পদ ও দল থেকে তাঁর ইস্তফা নিয়ে জোর চর্চা শুরু হয়। অবশেষে এ দিন বিধানসভায় এসে শাসক দলবের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী।ইতিমধ্যেই শুভেন্দুর বিজেপিতে যোগ দান নিয়ে নানা কথা উঠে আসছে। চলতি সপ্তাহে অমিত শাহ রাজ্য সফরে আসছেন। বেশ কয়েকটি সভা করবেন। সূত্রের খবর, তারই একটিতে শাহের উপস্থিতিতে গেরুয়া দলে যোগ দিতে পারেন শুভেন্দু। এ দিন তাঁর বিধায়ক পদ থেকে ইস্তফায় সেই জল্পনাই যেন পোক্ত হল।
Leave A Comment
You must be logged in to post a comment.