দ্য শেয়ার নিউজ ডেস্ক : জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নতুন বছরেই শুভেন্দু অধিকারীকে নিয়োগের সম্ভাবনা।
শোনা যাচ্ছে, সংশ্লিষ্ট মন্ত্রক থেকে ফোন করা হয়েছে শুভেন্দু অধিকারীকে। ইতিমধ্যেই এ ব্যাপারে নথিপত্র জোগাড় করা শুরু করেছে কেন্দ্র। শুভেন্দু অধিকারীর বায়োডেটা চেয়ে পাঠানো হয়েছে। নতুন ইংরেজি বছরে তিনি এই পদে সম্ভমত যোগদান করবেন ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহয়ের ইচ্ছেতেই শুভেন্দু অধিকারী এই পদে যাচ্ছেন। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যানের এই পদ কেন্দ্রীয় মন্ত্রীর পদের সমান। কেন্দ্রের কোনও মন্ত্রী যে সব সুবিধা পান সে সকল সুবিধা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যানকেও দেওয়া হয়। প্রসঙ্গত, শুভেন্দু এর আগে রাজ্যে এইচআরবিসি এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন। সেই দুটি পদ ছাড়াও বিধায়ক পদ, তৃণমূল সদস্য ও মন্ত্রিত্ব ত্যাগ করে গেরুয়া শিবিরে শামিল হন শুভেন্দু। তাঁকে যোগ্য সম্মান দেওয়া হবে, বিজেপির তরফ থেকে এটা স্পষ্ট করেই জানানো হয়েছিল। তাঁর পাওয়া শুরু হল বিজেপিতে।
Leave A Comment
You must be logged in to post a comment.