দ্য শেয়ার নিউজ ডেস্ক : তাঁকে ‌ভাইপো বলে আক্রমণ করে এসেছেন কৈলাস বিজয়বর্গীয় থেকে শুরু করে সদ্য তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া শুভেন্দু অধিকারীরা। এবার তারই পাল্টা হিসেবে গঙ্গারামপুরে তৃণমূলের জনসভায় বৃহস্পতিবার ফের বিজেপিকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, ‘‌নাম করে বলার সাহস নেই। আমি নাম করে বলছি, কৈলাস বিজয়বর্গীয় বহিরাগত। তাঁর ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা। দিলীপ ঘোষ গুন্ডা। নাম করে বলছি, অমিত শাহ বহিরাগত। নাম করে বলছি, বিজেপির কেন্দ্রীয় নেতারা বহিরাগত। দম থাকলে মামলা করে জেলে পুরে দেখাও।’

এছাড়াও ‌‌অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ইডি, সিবিআই লাগাতে হবে না। আমার বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতির অভিযোগ যদি প্রমাণিত হয় তবে ফাঁসির মঞ্চ করে দেবেন, আমি মৃত্যুবরণ করব। ‌ভোটের সময় বিজেপি, পরিষেবা দেওয়ার সময় তৃণমূল। ‌নরেন্দ্র মোদি বলেছিলেন, বেইমান হোক বা ডাকাত কেউ ছাড়া পাবে না। কিন্তু এখন সব বেইমান, ডাকাত বিজেপিতে ঢুকে গেছে। ‌আগামীদিনে বহিরাগতদের ঝেঁটিয়ে বিদায় করুন। রবীন্দ্রনাথকে সম্মান করে না, বিদ্যাসাগরের মূর্তি ভাঙে তাদের চাই না। বিজেপি এমন ভাব দেখাচ্ছে যেন কালকেই ক্ষমতায় আসবে। ‌ক্ষুদিরামের আদর্শ মেনে চলি। ক্ষমতা দখলের লালসা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার ক্ষমতা ছেড়ে চলে এসেছেন। তাঁর আদর্শ মেনে চলে তৃণমূল।’ শুভেন্দু অধিকারীর নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনি উপসর্গহীন বেইমান, দলের খেয়ে দলের সঙ্গে গদ্দারি করেছেন। বলেছিলাম, বাড়িতে পদ্মফুল ফোটাতে পারোনি। সঙ্গে সঙ্গে একটা ভাইকে বিজেপিতে যোগদান করিয়েছে। তার মানে বাড়িতে আরও উপসর্গহীন রয়েছে। যতই নাড়ো কলকাটি, নবান্নে ফের হাওয়াই চটি।’