দ্য শেয়ার নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গে এবারও নির্বাচন হতে পারে সাত দফায়। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ১ মাসেরও বেশি সময় ধরে চলতে পারে ভোটগ্রহণ পর্ব। সোশ্যাল ডিসট্যান্সিং বাড়াতে বাড়বে বুথের সংখ্যাও। যার ফলে বাড়বে নিরাপত্তারক্ষী ও ভোটকর্মীর সংখ্যাও। যা বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের সামনে।
মে মাসে পশ্চিমবঙ্গের সঙ্গে আরও চার রাজ্যে হবে বিধানসভা নির্বাচন। তবে এবারও সব থেকে বেশি মাথাব্যাথা পশ্চিমবঙ্গকে নিয়ে। ইতিমধ্যে কলকাতা সফররত উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনকে রাজনৈতিক হিংসা নিয়ে অভিযোগ জানিয়ে এসেছে বামেরা ও বিজেপি। তাই রক্তপাতহীন নির্বাচন করা এখন সব থেকে বড় চ্যালেঞ্জ কমিশনের কাছে। রয়েছে করোনার ভ্রুকুটিও। সংক্রমণ লক্ষ্যনীয়ভাবে কমলেও এখনো বিপদ পুরোটা কাটেনি। ফলে জনস্বাস্থ্যের উপর সামগ্রিক ঝুঁকি কমাতে পশ্চিমবঙ্গে ২৮ হাজার বুথ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বর্তমানে পশ্চিমবঙ্গে রয়েছে ৭৭ হাজারের মতো বুথ। প্রসঙ্গত, ২০১৬ সালের বিধানসভা নির্বাচন ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণও ৭ দফায় করিয়েছিল কমিশন।
Leave A Comment
You must be logged in to post a comment.