দ্য শেয়ার নিউজ ডেস্ক : শনিবার শুভেন্দু অধিকারী নড্ডার সফরে না থাকায় বিজেপি সভাপতির সঙ্গে প্রকাশ্যে তাঁর মুখোমুখি সাক্ষাৎও এখনও পর্যন্ত হয়ে উঠল না। বিজেপিতে যোগ দেওয়ার পর এখনও পর্যন্ত দিল্লি যাননি শুভেন্দু। কেন নাড্ডার জনসভায় দেখা গেল না শুভেন্দু অধিকারীকে? শোনা যাচ্ছে, শুক্রবার নন্দীগ্রামের সমাবেশ সফল করার জন্য গত কয়েকদিন খুব ব্যস্ত ছিলেন শুভেন্দু। এর পর রবিবার পুরুলিয়ার কাশীপুরে রয়েছে সমাবেশ। তার প্রস্তুতিও চলেছে। এ সবের জন্যই শনিবার তিনি পূর্ব বর্ধমানে যাননি।

শোনা যাচ্ছে, রবিবার পুরুলিয়ায় শুভেন্দু অধিকারীর সভায় অনেকে যোগদান করতে পারেন। কাশীপুরের তৃণমূল বিধায়ক স্বপন বেলথরিয়ার শিবিরের অনেকেই না কি বিজেপিতে যোগ দিতে চান। সেই সব নিয়েই শনিবার দিনভর ব্যস্ত ছিলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার নন্দীগ্রামের সমাবেশে বিশৃঙ্খলা হয়েছিল। আর তার পরদিনই দলের সভাপতির সফরে শুভেন্দু অধিকারীকে দেখা গেল না। বিষয়টা বেশ তাতপর্যপূর্ণ।