দ্য শেয়ার নিউজ ডেস্ক : নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে উচ্চপর্যায়ের কমিটি গঠন করল কেন্দ্র। আগামী বছর পালিত হবে নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী। চলতি বছরের ২৩ জানুয়ারি থেকেই সেই বিশেষ দিনটি উদযাপন শুরু করতে চায় কেন্দ্র। শনিবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে সেই উচ্চপর্যায়ের কমিটির ৮৫ জন সদস্যের নাম প্রকাশ করা হয়েছে। চেয়ারম্যান হয়েছেন নরেন্দ্র মোদী। কমিটির সদস্যদের মধ্যে আছেন বিশিষ্ট নাগরিক, ইতিহাসবিদ, লেখক, বিশেষজ্ঞ, নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য এবং আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যুক্ত বিশিষ্ট মানুষরা।

সদস্য হিসেবে কমিটিতে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানিসহ ১০ জন কেন্দ্রীয় মন্ত্রী। তালিকায় আছেন বাংলার দুই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরীর নামও। কমিটিতে বাংলার প্রতিনিধির সংখ্যা বেশি। আছেন নেতাজির পরিবারের সদস্যরা, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা, লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, নেতাজি গবেষক পূরবী রায়, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) জি ডি বক্সীরাও। কমিটিতে আছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবসহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরাও কমিটিতে ঠাঁই পেয়েছেন। সেইসঙ্গে আছেন শুভেন্দু অধিকারী, বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।