দ্য শেয়ার নিউজ ডেস্ক : গোষ্ঠীদ্বন্দ্বের ভাইরাস করোনা সংক্রমণের মতোই এখন উত্তরবঙ্গে তৃণমূলের ঘরে ঘরে। তার ফলে বেসুরে বাজছেন অনেক নেতারাই। কেউ কেউ চলে গিয়েছেন বিজেপি শিবিরে। কয়েক দিনের মধ্যে শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে প্রচারে আসবেন। তখন ভাঙন আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঠিক তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে এসে বৈঠক করে গেলেন শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের নেতাদের সঙ্গে। বেসুরো ছাড়াও উপসর্গহীন কারা রয়েছেন দলে, তাও খোঁজার চেষ্টা করলেন।

অভিষেকের দাওয়াই, যুযুধান নেতাদের মুখোমুখি বসিয়ে দেওয়া। তাঁদের প্রতি অভিষেকের বার্তা হল, এবারেও তৃণমূলের সরকার গঠনের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। তাই যত দ্রুত সম্ভব দ্বন্দ্ব মিটিয়ে দলের কাজে নামুন। তাতে জয় ত্বরান্বিত হবে। এইভাবে কি সব দ্বন্দ্ব মিটবে? এক তৃণমূল বিধায়কের কথায়, ‘‌এই উদ্যোগ আরও আগে নিলে ভালো হতো। তবে দেরি হয়ে গিয়েছে। বছরখানেক আগে শুরু হলে ফল বেশি ভালো মিলত।’