দ্য শেয়ার নিউজ ডেস্ক : সরাসরি স্পট ফিক্সিংয়ের কথা না বলে তাঁর বিরুদ্ধে ইঙ্গিতে অভিযোগ আনলেন প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার শেন ওয়ার্ন। প্রসঙ্গত, নটরাজনের জীবনের এটাই প্রথম টেস্ট। সেই ব্রিসবেন টেস্টের প্রথম ইনিংসে ৬টি নো বল করেন নটরাজন। দ্বিতীয় ইনিংসে আরও ২টি নো বল করেন তিনি। ওয়ার্ন মনে করছেন, এতগুলো নো বল কাকতলীয় নাও হতে পারে। বিশেষ করে বেশিরভাগ নো বলেই যখন নটরাজনের পা ক্রিজের অনেকটা বাইরে বেরিয়ে গিয়েছে এবং গোটা পাঁচেক নো বল যখন ওভারের প্রথম বলেই করেছেন নটরাজন, তখন তাঁর চোখে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে না।
ধারাভাষ্য দেওয়ার সময় ওয়ার্ন বলেন, ‘নটরাজনের বোলিংয়ের সময় কিছু একটা আমার চোখে লাগছে। ও ৭টা নো বল করেছে এবং সবগুলিই বড় নো বল। তার মধ্যে পাঁচটা নো বল ওভারের প্রথম বলেই এবং পা অনেকটা বেরিয়ে গিয়েছে। আমরা সবাই নো বল করি। তবে পাঁচটা নো বল ওভারের প্রথম বলেই হওয়া রহস্যজনক।’ ওয়ার্নের এমন মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। বিশেষ করে ভারতীয়রা ওয়ার্নের বিরুদ্ধে বিষোদগার শুরু করেন। নটরাজন যে অনেক কষ্ট করে তবে দেশের জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন, সেই কথাও মনে করিয়ে দেন অনেকে। কেউ কেউ অবশ্য বিসিসিআইয়ের কাছে নিরপেক্ষ তদন্ত আশা করছে। ব্রিসবেনে শেষ টেস্টের শেষ দিন এমনিই জমে উঠেছে। ম্যাচে যা কিছু হতে পারে। এই পরিস্থিতিতে ভারতীয়দের উপর ইচ্ছাকৃত মানসিক চাপ তৈরি করার কৌশল এটা, এমনও মনে করছেন অনেক ক্রিকেটপ্রেমীরা।
Leave A Comment
You must be logged in to post a comment.