দ্য শেয়ার নিউজ ডেস্ক : মুকুল রায় নয় নয় করে তিন বছর হল বিজেপিতে যোগ দিয়েছেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠানে দলের একদা সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায়ের সঙ্গে দেখা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁদের মধ্যে সৌজন্যের কোনও অভাব ছিল না। এই মমতা-মুকুল সাক্ষাৎ ওই অনুষ্ঠানের সেরা টুইস্ট বলেও রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। কিন্তু কী কথা হল তাঁদের। কিছু সংবাদমাধ্যমের দাবি, মুকুল রায়ের মুখোমুখি হতেই মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করেন, কী মুকুল ভালো তো? এরপর মুকুল রায় তাঁর সঙ্গে ইতিবাচক কথায় সৌহার্দ্য বিনিময় করেন। মুকুল পাল্টা জিজ্ঞাসা করেন, মমতা কেমন আছেন। তারও উত্তর দেন মমতা। তবে এদিন তাঁদের মধ্যে কোনও রাজনৈতিক কথোপকোথন হয়নি বলেই জানা গিয়েছে।
২০১৭ সালে মুকুল রায় তৃণমূল ছাড়ার পর দুটো নির্বাচন হয়ে গিয়েছে। আরও একটা নির্বাচন দুয়ারে কড়া নাড়ছে। এর আগেও মুকুল রায়ের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমফানের সময় বিমানবন্দরে সাক্ষাৎ হয়েছিল উভয়ের। তখন মমতা মুকুলের উদ্দেশ্যে বলেছিলেন নিজের শরীর খেয়াল রেখো। মুকুলও তখন বলেছিলেন, দিদি আপনিও শরীরের খেয়াল রাখবেন। ফলে তাঁদের মধ্যে সৌজন্যের বাতাবরণ রয়েছে।
Leave A Comment
You must be logged in to post a comment.