দ্য শেয়ার নিউজ ডেস্ক : টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য সোশ্যাল সাইটে অভিনেত্রী সায়নী ঘোষ ও দেবলীনা দত্তকে অনলাইনে গণধর্ষণের, খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়। রাজ্যে মহিলাদের এই অপমানের বিরুদ্ধেই সোমবার মেট্রো চ্যানেলের মুক্ত মঞ্চে এ কোন সকাল, রাতের চেয়েও অন্ধকার বলে একটি প্রতিবাদ সভা হয়। প্রতিবাদ সভায় হাজির ছিলেন নুসরত জাহান, কৌশিক সেন, শংকর চক্রবর্তী, অভীক মজুমদার, সোহিনী সেনগুপ্ত, দেবলীনা দত্ত, সায়নী ঘোষ, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, রাজ চক্রবর্তী, হরনাথ চক্রবর্তী প্রমুখ। উপস্থিত ছিলেন মহিলা কমিশনের অধ্যক্ষ লীনা গঙ্গোপাধ্যায়ও। মেট্রো চ্যানেলে এই প্রতিবাদ সভার আয়োজক ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী।
বিজেপিকে আক্রমণ করে কৌশিক সেন বলেন, ‘আমার দেশ বলতে আমি কি বুঝি সেটা ভারতীয় জনতা পার্টি ব্যাখ্যা করে দিচ্ছে। বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ যেভাবে দেশকে ভক্তি করে আমাদের সেভাবে ভক্তি করতে হবে। আমি আমার মতো করে দেশকে ভালবাসতে পারব না। এটা তো এক ধরনের ফ্যাসিবাদ। ব্যক্তিগত স্বার্থ ও রাজনৈতিক রং বিচার না করেই প্রতিবাদে সামিল হন সবাই।’ সায়নী ঘোষ ও দেবলীনা দত্তও ক্ষোভ উগড়ে দেন। সায়নী বলেন, ‘ভগবান রামের সঙ্গে আমাদের কোনও বিরোধিতা নেই। কিন্তু জয় শ্রীরাম স্লোগান যাঁরা দিচ্ছেন তাঁরা এটাকে ওয়ার ক্রাই হিসেবে ব্যবহার করছেন। তাঁদের সংস্কৃতির সঙ্গে আমাদের সংস্কৃতি মেলে না।’
Leave A Comment
You must be logged in to post a comment.