দ্য শেয়ার নিউজ ডেস্ক : কৃষকদের ট্রাক্টর মিছিলের জেরে ক্রমশ অবনতি হচ্ছে দিল্লির পরিস্থিতি। তারইমধ্যে ট্রাক্টর উলটে মৃত্যু হল এক কৃষকের। যদিও বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ গুলি চালানোর ফলে মৃত্যু হয়েছে তাঁর। মঙ্গলবার দুপুরের মধ্য দিল্লির আইটিওতে বিক্ষোভকারীদের কৃষকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ শুরু হয়। ব্যারিকেড ভেঙে ইন্ডিয়া গেট এবং লালকেল্লার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন কৃষকরা। পুলিশের গাড়ি ভাঙচুর করেন। ছোড়া হয় পাথর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়।
তারইমধ্যে মিন্টো রোডের কাছে ট্রাক্টর উলটে এক বিক্ষোভকারীরা কৃষকের মৃত্যু হয়েছে। ট্রাক্টরের নীচে তাঁর দেহ চাপা পড়ে থাকতে দেখা যায়। যদিও বিক্ষোভকারীদের দাবি, ট্রাক্টর লক্ষ্য করে গুলি চালিয়েছে পুলিশ। তার জেরে ট্রাক্টর উলটে মৃত্যু হয়েছে ওই কৃষকের। আপাতত ঘটনাস্থলেই কৃষকের মৃতদের রেখে চারপাশে বসে আছেন বিক্ষোভকারীরা। জাতীয় পতাকায় জড়িয়ে দেওয়া হয়েছে মৃত কৃষকের দেহ।
Leave A Comment
You must be logged in to post a comment.