দ্য শেয়ার নিউজ ডেস্ক : সামনেই তো ১৪ই ফেব্রুয়ারি । নিজের প্রাণের মানুষ টির জন্য কি গিফট্ দেবেন ভেবে পাচ্ছেন না? করোনার অতিমারীর পরিস্থিতির পরে হাতেও বিশেষ টাকা নেই। কিন্তু মনের মানুষটাকে মন ভরে দিতেও তো প্রাণ চায়। আর উপহারের সবথেকে বড় উপহার সোনা ছাড়া আর কীই বা হতে পারে। বহু মূল্যবান সোনা কিভাবে সস্তায় পাওয়া যায় ? পেলেও তার গুণমান কেমন হবে ? এই সব প্রশ্নের সহজ সমাধান করে দিচ্ছে গোকুল চাঁদ জুয়েলার্স।
উৎকৃষ্ট মানের সোনা তাও একদম নিজের সাধ্যের মধ্যে। এটা একমাত্র সম্ভব হয়েছে উন্নত মানের ডিজাইন এর জন্যই। এ ব্যাপারে সংস্থার কর্নধার প্রিয়াঙ্কা দে জানালেন, “ডিজাইন ও দাম দুটোই আপনার নজর কাড়বেই, এছাড়াও ভ্যালেন্টাইন ডে উপলক্ষে থাকছে বিশেষ অফার”। আর সেটা পরখ করে দেখতে হলে আপনাকে কষ্ট করে তাদের শো রুম অবধি পৌঁছতে ও হবে না, শুধু করতে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ । ব্যাস তাহলে আর দেরী কিসের বাড়িতে বসেই নিয়ে ফেলুন আপনার ভ্যালেন্টাইন এর সবচেয়ে প্রিয় উপহার । যোগাযোগ করুন +91 90880 49390 নম্বরে।
Leave A Comment
You must be logged in to post a comment.