দ্য শেয়ার নিউজ ডেস্ক : ভারতে ইতিমধ্যেই নিষিদ্ধ টিকটক অ্যাপ। এছাড়াও অনেক চিনা অ্য়াপ। এবার আমেরিকায় টিকটক এবং উইচ্যাট অ্যাপ ডাউনলোড করার সুযোগ আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ হয়ে যেতে পারে! এক চুক্তির বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজি না হলে আগামী রোববার থেকে আমেরিকার বাসিন্দারা চিনের ওই অ্যাপ দুটি আর পাবেন না। এই কথা জানিয়েছে আমেরিকার বাণিজ্য দপ্তর। বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় অ্যাপ টিকটক। আর বার্তা আদান, প্রদানে বেশ জনপ্রিয় উইচ্যাট। ট্রাম্প প্রশাসনের বক্তব্য, চিনের এই অ্যাপ দুটি আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এই দুই প্ল্যাটফর্মের মাধ্যমে চিন সরকারের কাছে চলে যাচ্ছে ব্যবহারকারীদের তথ্য। তবে এমন অভিযোগ অস্বীকার করে আসছে চিন ও অ্যাপ দুটোর প্রতিষ্ঠান। তাঁদের অভিযোগ, প্রস্তাবিত এই নিষেধাজ্ঞা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

আমেরিকায় টিকটক নিষিদ্ধ করার বিষয়ে অনেক দিন ধরেই হুমকি দিয়ে আসছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত তিনি ঘোষণা করেন যে, আমেরিকার কোনও প্রতিষ্ঠান এই অ্যাপ কিনে নিয়ে পরিচালনা করলে তিনি নিষেধাজ্ঞা দেবেন না। শেষ পর্যন্ত মার্কিন প্রতিষ্ঠান ওরাকলের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে আমেরিকায় ব্যবসা চালাতে সম্মত হয় টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্স। যদিও সেটা প্রেসিডেন্ট ট্রাম্প অনুমোদন করবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে আগামা রবিবারের মধ্যেই তিনি বিষয়টি পর্যালোচনা করবেন বলে আশা করা যাচ্ছে। কারণ, আগস্টে ট্রাম্প বলেছিলেন, ২০ সেপ্টেম্বরের মধ্যে টিকটককে আমেরিকার কোনও কোম্পানির কাছে বিক্রি না করলে এই অ্যাপ সে দেশে নিষিদ্ধ করা হবে। এই আদেশ কার্যকর করার দায়িত্ব বর্তাবে বাণিজ্য দফতরের উপর।