দ্য শেয়ার নিউজ ডেস্ক : তিনি কিছু্ দিন ছিলেন রাজ্যপাল পদে। তাতেও অবশ্য তাঁর টুইট করা বন্ধ হয়নি। একের পর এক টুইট করেছেন এবং জড়িয়েছেন বিতর্কে। ফের সক্রিয় রাজনীতিতে ফিরেছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় । এবং তিনি রয়েছেন নিজের ফর্মেই। অন্যরা মুখ খুলে বিতর্কে জড়ান। তথাগত রায়ের টুইট মানেই যেন বিতর্ক হয়ে গিয়েছে। এবারও তার অন্যথা হল না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধতে গিয়ে তিনি তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের মুখে নিজের ভাবা কথা বসিয়ে দিলেন!

রাজনৈতিক ব্যক্তিত্বরা অনেক সময়ই মুখ ফসকে এমন কিছু কথা বলে ফেলেন, যেগুলোতে হয় তথ্যের ভুল থাকে। অথবা না জেনে বলে ফেলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও এর ব্যতিক্রম নন। তিনিও নানা সময়ে এমন কিছু বলেছেন, যেগুলো নিয়ে সরগরম থেকেছে রাজ্য রাজনীতি। এবার মমতার বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত নির্ভরযোগ্য, ঘনিষ্ঠ পরামর্শদাতা প্রশান্ত কিশোরের মুখে সংলাপ বসিয়ে দিলেন বিজেপি নেতা তথাগত রায়। তথাগত রায় টুইট করেছেন, প্রশান্ত কিশোর নাকি একেবারেই চান না, মমতা বন্দ্যোপাধ্যায় কোনও কথা বলুন। কারণ, মুখ খুললেই তিনি ‘ডহরবাবু, ‘বিষ্ণুমাতা’র মতো অর্থহীন, হাস্যকর কিছু শব্দ প্রয়োগ করবেন। আর তাতেই নাকি ৫০ হাজার ভোট কমে যায়। তাই পিকে চান, মমতা চুপ করে থাকুন। তথাগত রায়ের এমন টুইটের পর বলাইবাহুল্য যে রাজ্য রাজনীতি ফের সরগরম হয়ে গিয়েছে। এখন দেখার তৃণমূলের পক্ষ থেকে তথাগত রায়ের এমন বক্তব্যকে কেমন পাল্টা আক্রমণ করা হয়। এর জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ই দেবেন। নাকি প্রশান্ত কিশোর স্বয়ং এর উত্তর দেবেন, তা জানতে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন বাংলার রাজনীতি প্রিয় মানুষ।