দ্য শেয়ার নিউজ ডেস্ক : প্রত্যেক আইপিএল থেকেই আমরা পাই কিছু নতুন মুখ। ব্যতিক্রম হল না এবারও। ব্যতিক্রম অবশ্য হল আরসিবির এই বছরেরে আইপিএলের প্রথম ম্যাচের পারফরম্যান্সে। তিন বছরে এই প্রথমবার জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করেছে আরসিবি। কোহলিদের জয়ে মূখ্য ভূমিকা পালন করেন আইপিএলে আত্মপ্রকাশ করা তরুণ বাঁ-হাতি ব্যাটসম্যান দেবদূত পাডিক্কাল। দেশের ক্রিকেটে আপাত অচেনা এই নাম এখন শিরোনামে। আইপিএলে নিজের অভিষেক ম্যাচে তাঁর পারফরম্যান্স সবাইকে মুগ্ধ করেছে। প্রথম ম্যাচের চোখ ধাঁধানো পারফরম্যান্সের পর নতুন এই তারকার সম্পর্কে বিস্তারিত তথ্য জানার আগ্রহ সবার।
প্রসঙ্গত, ২০১৯ সালে ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে প্রথম নজর কাড়েন কর্নাটকের এই তরুণ ব্যাটসম্যান। ৫৮০ রান করে সেবার টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন তিনিই। ৬৪ গড়ে ও ১৭৫-এর অবিশ্বাস্য স্ট্রাইক-রেটে খেলেন একের পর এক দুরন্ত ইনিংস। ২০১৮ সালের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল পাডিক্কালের। এবার আইপিএলে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন তিনি।অভিজ্ঞ অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে ওপেনিং জুটিতে হায়দরাবাদের বিশ্বখ্যাত বোলারদের শাসন করেছেন দেবদূত। ৪২ বলে ৫৬ রানের এক অনবদ্য ইনিংস খেলেন তিনি। মূলত পাডিক্কাল ও এবিডির জোড়া হাফ-সেঞ্চুরি ও চাহালের দুরন্ত বোলিংয়ে ভর করেই সানরাইজার্সের বিরুদ্ধে ১০ রানে ম্যাচ জেতে আরসিবি। আগামী ম্যাচগুলোতেও দেবদূত কেমন ব্যাটিং করেন সেটা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। ইতিমধ্যে দেশের প্রাক্তন ক্রিকেটাররা তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। এখন দেখার যে এমন প্রশ্ংসায় কতটা মাথা ঠাণ্ডা রেখে খেলে যেতে পারেন তিনি।
Leave A Comment
You must be logged in to post a comment.