দ্য শেয়ার নিউজ ডেস্ক : সম্প্রতি পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন দুর্ব্যবহারের অভিযোগ করেছেন অভিনেত্রী পায়েল ঘোষ। তিনি এমনকী নিজের নামের সঙ্গে সঙ্গে রিচা চাড্ডা এবং হুমা কুরেশির নামও জুড়েছেন অভিযোগকারীদের তালিকায়। আর এখানেই বেধেছে গন্ডগোল। তবে, পায়েল ঘোষের অভিযোগের পর অভিনেত্রী হুমা কুরেশি সাফ জানিয়ে দিয়েছেন, পরিচালক অনুরাগ কাশ্যপ তাঁর সঙ্গে কোনও খারাপ ব্যবহার করেননি।

প্রসঙ্গত, অনুরাগ কাশ্যপ পরিচালিত গ্যাংস অফ ওয়াসিপুর ছবিতে ডেবিউ করেছিলেন হুমা কুরেশি। টুইটারে পরিচালকের স্বপক্ষেই সুর চড়ান তিনি। অভিনেত্রী হুমা কুরেশি এমনও বলেন, কেউ নির্যাতিত হওয়ার দাবি করে তাঁকে অবশ্যই তখনই তা কর্তৃপক্ষ, পুলিশ এবং বিচার বিভাগকে জানান উচিত ছিল। হুমা কুরেশি আরও জানান যে, তিনি এখনও পর্যন্ত কিছু না বলাই শ্রেয় হিসেবে মনে করেছিলেন। কারণ, তিনি সোশ্যাল মিডিয়ায় অযাচিত মারামারি এবং মিডিয়া ট্রায়ালে বিশ্বাসী নন। তিনি আরও বলেন যে, #MeToo -এর ব্যবহার খুব সাবধানে করা উচিত। আর তা সকলেরই দায়িত্ব। টুইটারে হুমা কুরেশি লেখেন, ‘অনুরাগ এবং আমি সর্বশেষ ২০১২-১৩ সালে একসঙ্গে কাজ করেছি এবং তিনি আমার একজন প্রিয় বন্ধু এবং অত্যন্ত প্রতিভাবান পরিচালক। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার জ্ঞানত তিনি আমার বা অন্য কারও সঙ্গে খারাপ ব্যবহার করেননি।’