দ্য শেয়ার নিউজ ডেস্ক : তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম কঠোর সমালোচক কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি। কংগ্রেসে থাকাকালীন যাঁদের জন্য কংগ্রেসে থাকবেন না বলেছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী, সেই তালিকায় ছিলেন অধীর চৌধুরিও। তালিকার অনেকে পরে তৃণমূলে যোগ দিয়ে সাংসদ বা নেতা হয়েছেন। সেখানে যাননি শুধু বহরমপুরের সাংসদ। বরং, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ নিয়ে সমালোচনা কখনও বন্ধ করেননি তিনি। এবার বিজেপি নেতা অনুপম হাজরার মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত মন্তব্য ইস্যুতে মুখ্যমন্ত্রীর পাশে থাকলেন সেই সমালোচক অধীর চৌধুরি।

কী বলেছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা? জানা গিয়েছিল, অনুপম হাজরা মন্তব্য করেন যে, ‘আমার করোনা হলে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব।’ এবার অনুপম হাজরার এই মন্তব্য নিয়ে তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। অনুপমের মন্তব্যকে ঘিরে ইতিমধ্যে তোলপাড় বাংলার রাজনৈতিক মহল। এমনকী বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ও এই প্রসঙ্গে মন্তব্য করেছেন, দায়িত্ব থাকলে সতর্ক হয়ে কথা বলতে হয়। সোমবার বোলপুরের প্রাক্তন তৃণমূল সাংসদের বিরুদ্ধে শিলিগুড়ি থানায় এফআইআর দায়ের করেছে তৃণমূলের উদ্বাস্তু সেল। যদিও নিজের মন্তব্য থেকে পিছু হঠতে নারাজ অনুপম।