দ্য শেয়ার নিউজ ডেস্ক : বিশ্বের প্রথম পাঁচ ধনী ব্যক্তির তালিকায় একমাত্র ভারতীয় তিনি। করোনা অতিমারীর জেরে লকডাউনের সময় যখন দেশে একের পর এক কলকারখানা, কোম্পানি বন্ধ হয়েছে। সেইসময় একের পর এক লক্ষ্মীলাভ হয়েছে মুকেশ আম্বানির।
মুকেশ আম্বানির ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ৬,৫৮,৪০০ কোটি টাকায়। শুধু ফেসবুক, গুগল, সিলভার লেকের মতো দুনিয়া খ্যাত সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে তিনি ঘরে তুলেছেন ২ লক্ষ ৭৭ হাজার ৭০০ কোটি টাকা। হিসাবে করে দেখা গিয়েছে, গোটা লকডাউন পর্বে প্রতি ঘণ্টায় ৯০ কোটি টাকা রোজগার করেছেন মুকেশ আম্বানি। সেই মার্চ মাস থেকে শুরু। তাঁর মোট সম্পত্তির পরিমাণ তাঁকে এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপা দিয়েছে। তাঁর মোট সম্পত্তি তালিকায় থাকা বাকি পাঁচ জনের সম্মিলিত সম্পদের তুলনায় অনেক বেশি। একাধারে তিনি বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি হয়ে গেলেন।
প্রসঙ্গত, রিলায়েন্স কর্ণধারের সংস্থায় বিনিয়োগের সুনামি এসেছে। ফেসবুক থেকে শুরু করে একাধিক বহুজাতিক সংস্থা তাঁর সংস্থার শেয়ার কিনে অংশীদার হয়েছে। আর ফুলেফেঁপে উঠেছে আম্বানির সম্পত্তি। তাই তিনি ধনী হবেন না তো কে হবেন! আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া ধনী ব্যক্তির তালিকায় এবছর ফের শীর্ষে তিনি। এই নিয়ে টানা নবম বার।
Leave A Comment
You must be logged in to post a comment.