দ্য শেয়ার নিউজ ডেস্ক : চলে গেলেন গায়ক-অভিনেতা শক্তি ঠাকুর। সোমবার ফেসবুক পোস্টের মাধ্যমে শোকের এই খবরটি জানিয়েছেন শক্তি ঠাকুরের বড় মেয়ে মেহুলি গোস্বামী ঠাকুর। ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে শক্তি ঠাকুরের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। সোমবার ভোরেই সম্পন্ন হয়েছে তাঁর শেষকৃত্য। ফেসবুক মেহুলি গোস্বামী ঠাকুর লিখেছেন, ‘আমার বাবা…. আর নেই… নেই… ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট…কয়েক ঘন্টার মধ্যেই চলে গেল…. আমার বাবা….. কিচ্ছু করতে পারলাম না……’।
বাবাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে মেহুলি। আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘আমি তো ভুলেই গিয়েছিলাম যে বাবা মায়েরা একদিন চলে যায়…. জীবনে কোনোদিনও শ্মশানে আসিনি…. আজ সবই জীবনে প্রথম বার…… বাবা ছাড়া আজ থেকে নতুন জীবন…….. তুমি কি কোনোদিনও কোনো পাপ করোনি বাবা?….. নইলে এভাবে দুঘন্টার মধ্যে কে চলে যায়? “ধুর আর ভাল্লাগছেনা” বলে চলে গেলে…… সব কিছুতেই তাড়াহুড়োর জন্য কত বকা বকি করতাম…… আজ চলে যাওয়ার সময়ও এমন অদ্ভুত তাড়াহুড়ো কে করে বাবা?…. আমি তো তোমার কার্বন কপি…. আমিও তোমারি মতন তাড়াহুড়ো করে চলে যাবো দেখো……… কষ্টটা লিখে ফেলতে পারলে বোধহয় নিঃশ্বাস নিতে পারতাম……
Leave A Comment
You must be logged in to post a comment.