দ্য শেয়ার নিউজ ডেস্ক : দীর্ঘদিন ধরেই রাজ্য-রাজনীতিতে জল্পনা চলছে প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধায়কে নিয়ে। তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। অপর দিকে তৃণমূল নেতা ও মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপি যোগ নিয়েও বিস্তর গুঞ্জন রয়েছে। তার উপর দলের বাইরে গিয়ে রাজনৈতিক কর্মসূচি বেশি করছেন শুভেন্দু। রাজ্য বিজেপি নেতারাও দলে আসার জন্য আহ্বান জানিয়েছেন শুভেন্দুকে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, “দরজা খোলা রয়েছে।”

এদিকে দুদিনের টানা কর্মসূচির পর শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, লোকসভার নির্বাচনের পর দুটি নাম নিয়ে বাংলায় চর্চা চলছে। একজন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। অন্যজন তৃণমূল নেতা তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী। এঁদের সঙ্গে দলের তরফে কোনও কথা হয়েছে কি? সরাসরি প্রশ্নের জবাব এড়িয়ে অমিত শাহ বলেন, “দুজন নয়, দীর্ঘ তালিকা রয়েছে। তবে কারও সঙ্গে আমার কথা হয়নি। এটা বলতে পারি তালিকা দীর্ঘ আছে। দুটো নামেই আটকে থাকবে না। দলের যাঁদের সঙ্গে যোগাযোগ হয় তাঁরাই বলেছেন।”