দ্য শেয়ার নিউজ ডেস্ক : একের পর এক মৃত্যু বিনোদনের দুনিয়ায়। এবার প্রয়াত ‘সাসুরাল সিমার কা’খ্যাত অভিনেতা আশিষ রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। মুম্বইয়ে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বহুদিন ধরে কিডনি ঘটিত সমস্যায় ভুগছিলেন তিনি। চলছিল ডায়ালিসিলও। সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোশিয়েশনের পক্ষ থেকে অভিনেতার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।
অভিনয় জীবনের বহু টিভি শো, সিরিয়াল এবং সিনেমায় পরিচিত মুখ ছিলেন আশিষ। বানেগি আপনি বাত, সাশুরাল সিমার কা, রিমিক্স, কুছ রাঙ্গ পেয়ারকে অ্যাসে ভি সহ নানা সিরিয়াল ও সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। অভিনেতার ঘনিষ্ট মহলের সূত্রের খবর, সোমবার ডায়ালিসিস করতে গিয়েছিলেন তিনি। এমনিতেই শারীরিরক অসুস্থতা ছিল বেশ কয়েকদিন ধরে। বাড়ি ফিরে গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
Leave A Comment
You must be logged in to post a comment.