দ্য শেয়ার নিউজ ডেস্ক : শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী কাঁথির তৃণমূল সাংসদ ও পূর্ব মেদিনীপুরের জেলা সভাপতি। শুভেন্দু অধিকারীরর এক ভাই দিব্যেন্দু অধিকারী তমলুকের তৃণমূল সাংসদ। আর এক ভাই সৌম্যেন্দু অধিকারী কাঁথির পুরসভার প্রশাসক। গতকাল যাঁকে পদ থেকে অপসারিত করা হয়েছে। শুভেন্দু অধিকারী খড়দার সভায় বলেছিলেন, তাঁর বাড়িতেও পদ্ম ফুটবে। আর বুধবারই কাঁথির শান্তিকুঞ্জ অর্থাৎ অধিকারী বাড়িতে দেখা গেল বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোকে। ঘণ্টা দেড়েক সেখানে ছিলেন তিনি। মাহাতো জানিয়েছেন, বাড়ির সবার সঙ্গে কথা হয়েছে, শিশির অধিকারীর সঙ্গেও কথা হয়েছে।

বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতোর সঙ্গে সাক্ষাৎ নিয়ে মুখে কুলুপ এঁটেছে অধিকারী পরিবার। অবশ্য মুখ খুলেছে তৃণমূল।যুব তৃণমূল কংগ্রেস সহ সভাপতি সুপ্রকাশ গিরি বলেছেন, ‘বিজেপি ঘোলাজলে মাছ ধরতে বেরিয়েছে। বিভিন্ন দল থেকে ভাঙিয়ে এগোতে চাইছে ওরা।’শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর, তৃণমূল কাঁথিতে সভা করলেও, সেখানে দেখা যায়নি তাঁর পরিবারের কাউকে। ফলে আগামীদিনে তাঁরা কী করবেন, তা নিয়ে জল্পনা ক্রমশ জোরাল হচ্ছে।