দ্য শেয়ার নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে বাংলার জনজীবনকে ছন্দে ফেরাতে আরও একধাপ এগোল রাজ্য সরকার। বিধিনিষেধ অনেকটা শিথিল করে এবার রাজ্যে বিনোদন দুনিয়ার দরজা খুলে দেওয়া হচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে বাংলায় খুলছে সিনেমা হল। পাশাপাশি যাত্রা, মিউজিকাল অনুষ্ঠান, নাচ, গান, আবৃত্তি, যাত্রায় অনুমতি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যকে স্বাভাবিক ছন্দে ফেরাতে, যাত্রা, নাটক, মুক্তমঞ্চ, সিনেমা এবং নাচ, আবৃত্তি, ম্যাজিক শো-এর আয়োজনে অনুমতি দেওয়া হবে আগামী ১ অক্টোবর থেকে। সবক্ষেত্রেই ৫০ জন বা তার থেকে কম সংখ্যক মানুষ অংশ নিতে পারবেন। অবশ্যই শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। এবং সকলকে মাস্ক পরতে হবে। দীর্ঘ কয়েকমাস ধরে সিনেমা হল বন্ধ থাকার ফলে চরম সংকটে পড়েছেন সিনেমা হল মালিকরা। অবশেষে উৎসবের মরশুমের প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন ঘোষণায় অনেকটাই স্বস্তি পেল সংস্কৃতি দুনিয়া।