দ্য শেয়ার নিউজ ডেস্ক : অপেক্ষার অবসান। নতুন বছরের প্রথম দিনেই মিলল বড়সড় সুখবর। প্রথম করোনাভাইরাস টিকা পেল ভারত। জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস টিকা ‘কোভিশিল্ড’-কে অনুমোদন দিল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (সিডিএসসিও) বিশেষজ্ঞ কমিটি। যদিও কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বরং বিশেষজ্ঞ কমিটির এখনও বৈঠক চলছে বলে জানানো হয়েছে। ওই সূত্র জানিয়েছেন, শীঘ্রই আনুষ্ঠানিকভাবে সেই টিকায় অনুমোদন দেবেন ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) ভি জে সোমানি। সাধারণত বিশেষজ্ঞ কমিটির সুপারিশের পরই অনুমোদন বা জরুরি ভিত্তিতে ব্যবহারের প্রস্তাবে ছাড়পত্র দেন ডিসিজিআই। তবে কী কী শর্ত আরোপ করা হয়েছে, তা এখনও জানতে পারেনি ‘মিন্ট’। আনুষ্ঠানিক ঘোষণার পর সেই বিষয়ে বিস্তারিত জানা যাবে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, টিকা অনুমোদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ডিসিজিআই। একটি টুইটবার্তায় বলা হয়েছে, ‘বিশেষজ্ঞ কমিটির বৈঠক এখনও চলছে। ডিসিজিআইকে উপযুক্ত সুপারিশ করবে কমিটি। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ডিসিজিআই।’ব্রিটিশ-সুইডিশ ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রোজেনেকার সঙ্গে যৌথভাবে সেই টিকা তৈরি করেছে অক্সফোর্ড। ভারতে যে টিকার উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই)। নিম্ন ও মধ্য আয়বিশিষ্ট দেশের জন্য ১০০ কোটি করোনা টিকার ডোজ তৈরি করার চুক্তি করেছে ভারতীয় সংস্থা।