দ্য শেয়ার নিউজ ডেস্ক : মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী৷ যদিও এখনও তিনি তৃণমূলেই রয়েছেন৷ এখনই বিধায়ক পদ ছাড়ছেন না বলে জানা যাচ্ছে৷ দল তাঁর সঙ্গে কথা চালিয়ে যাবে, এমনই জানিয়েছেন সৌগত রায়৷ তিনিই দলের পক্ষ থেকে দু’বার বৈঠক করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে৷ তবে সেই বৈঠক যে ফলপ্রসূ হয়নি, শুভেন্দুর মন্ত্রিত্ব থেকে পদত্যাগ সেই বার্তাই তুলে ধরল৷ তা হলে কি শুভেন্দু তৃণমূল ছাড়ছেন? তৃণমূল ছেড়ে তাঁর গন্তব্য কি গেরুয়া শিবির? এই নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি৷ তবে শুভেন্দু অধিকারীর এই পদত্যাগের পর কিছুটা যেন বিজয়ের হাসি হাসছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ শুভেন্দুর মন্ত্রিত্ব ছাড়াকে তিনি তৃণমূলের শেষের শুরু বলে ব্যাখ্যা করেন৷ তিনি জানান যে তাঁদের দলের দরজা খোলা রয়েছে এবং তাতে অনেক তাবড় তৃণমূল নেতাই যোগদানের জন্য মুখিয়ে রয়েছেন৷ কিন্তু শুভেন্দুর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে কিছু স্পষ্ট করেননি বিজেপি রাজ্য সভাপতি৷ তৃণমূলে যোগ্য সম্মান না পেয়ে বহু নেতা দল ছাড়ছেন বলে দাবি করেন খড়গপুরের সাংসদ৷

প্রসঙ্গত, রাজ্যের মন্ত্রী হিসেবে পদত্যাগ করলেও এখনই তিনি বিধায়ক পদ ছাড়ছেন না বলে জানা যাচ্ছে৷ পাশাপাশি তৃণমূলের সঙ্গে দলীয় স্তরেও তিনি সব সম্পর্ক সরকারি ভাবে ছাড়লেন কি না, তা এখনও স্পষ্ট নয়৷ তবে তৃণমূলের সঙ্গে শুভেন্দুর বিচ্ছেদ এখন সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে৷ তৃণমূলের তরফে শুভেন্দুর সঙ্গে আলোচনা চালাচ্ছিলেন সৌগত রায়৷ তিনি বলেছেন, ‘শুভেন্দুর সঙ্গে আবারও কথা বলব৷’