দ্য শেয়ার নিউজ ডেস্ক : এরাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ ৫ জন। এবার টুইট করে স্বয়ং একথা বললেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। মেদিনীপুরের সাংসদ লিখেছেন, “আমি অত্যন্ত গর্বিত যে আমি রাজ্য সভাপতির দায়িত্বে থাকাকালীন পাঁচজন মুখ্যমন্ত্রীর মুখ তৈরি হয়েছে।” বিজেপি ক্ষমতায় এলে কে মুখ্যমন্ত্রী হবেন, সেক্ষেত্রে একাধিক নাম নিয়ে চর্চাও চলেছে বাংলার রাজনীতিতে।
২০২১ বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। রীতিমতো ভোটের গন্ধ আকাশে-বাতাসে। রাজনৈতিক দৌড়-ঝাপ শুরু করে দিয়েছে ডান-বাম সব পক্ষই। ৬ মাস আগেই ভোটের টেম্পো উঠে গিয়েছে। বিজেপি ক্ষমতায় এলে কে হবেন মুখ্যমন্ত্রী? তা নিয়ে জল্পনার অন্ত নেই। কখনও এই চর্চায় এসেছেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, আবার কখনও এসেছে সদ্য মন্ত্রিত্ব ত্যাগ করা নন্দীগ্রামের নায়ক শুভেন্দু অধিকারীর নাম। বিজেপির সঙ্গে এদের কোনও কথা হয়েছে কী না এবিষয়ে অমিত শাহ জল্পনা জিইয়ে রেখে জবাব দিয়েছিলেন, “এই দুজন কেন তালিকা আরও দীর্ঘ।” তারপর থেকে জল্পনা আরও বেড়ে যায়।
Leave A Comment
You must be logged in to post a comment.