দ্য শেয়ার নিউজ ডেস্ক : আপনি খেতে খুব পছন্দ করেন? মানে পেটুক প্রকৃতির মানুষ?নাকি যা একটু জুটলেই আপনার হয়ে গেল? আপনি কি খাওয়ার জন্য বেঁচে থাকার মতো মানুষ নাকি বেঁচে থাকতে গেলে খাবার দরকার হয়, তাই দুটো কটা খেয়ে উদ্ধার করেন? আপনি যেমন প্রকৃতিরই মানুষ হন না কেন, এই তথ্যগুলো জানলে খাবার আগেই হয়তো আপনার ঢেঁকুড় উঠবে! আচ্ছা, এবার বলুন, আপনি কি ভেতো বাঙালী? যদিও শুধু বাঙালী না সারা পৃথিবীর অর্ধেক মানুষের প্রাথমিক খাবারই হলো ভাত। পৃথিবীতে দৈনন্দিন যে পরিমাণ চাল বা ভাত খরচ হয় পুরোটা মিলিয়ে যদি একটা পিণ্ড বানানো হয় তাহলে, তার আকৃতি হবে ইজিপ্ট এর পিরামিড এর সমান! বুঝতে পারছেন যে, কী পরিমাণ ভাত রোজ মানুষ খায়!

এতো গেলো সারাদিনে গোটা বিশ্বের ভাত খাওয়ার পরিমাণের কথা। কেউ একটু কম খান কেউ বা একটু বেশী। এবার ডাল-ভাত ছেড়ে আমরা বরং একটু বিদেশি খাবারের খোঁজ নিই। আমেরিকানরা নাকি দৈনন্দিন যে পরিমাণ পিজ্জা খান তার সামগ্রিক আয়তন প্রায় ১৮ একর! মানে বিষয়টা হল এরকম যে ওদের সব পিজ্জা মিলিয়ে জমিতে বিছিয়ে দিলে তো টাটারা সেখানে ন্যানোর কারখানাও করতে পারতো! এই সব তথ্য যেমন আপনাকে অবাক করছে তেমনই আরও বিস্ময়কর তথ্যটি হলো একজন মানুষ তার সারাজীবনে যে পরিমাণ খাবার খায় তার সামগ্রিক ওজন ৬ টি হাতির মিলিত ওজনের সমান! আপনি যদি খুব কমও খান। তাতেও সাড়ে পাঁচটা হাতির খাবার তো আপনি খান-ই। বুঝুন কাণ্ড!