দ্য শেয়ার নিউজ ডেস্ক : একটা গর্বের ইতিহাসের ইতি। ৩০ বছরের সম্পর্কের শেষ যাত্রা। ২০১৭ সালের আগস্টে অবসর নিয়েছিল ভারতীয় নৌসেনার গর্বের রণতরী আইএনএস বিরাট।নৌসেনার সঙ্গে তার সম্পর্কের বয়স ৩০ বছর। এবার গুজরাটের আলংয়ের এক বন্দরে ভেঙে ফেলা হবে বিরাটকে। বিক্রি করে দেওয়া হবে পার্টস। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী বিশ্বে এই রণতরীর মতো এত দীর্ঘ সময় ধরে পরিষেবা দিতে পারেনি আর কোনও রণতরী। আইএনএস বিরাটকে নিয়ে একটি টুইট করেছে ভারতীয় নৌসেনা। ভিডিওয় শ্রদ্ধাজ্ঞাপন করেছে তার এতদিনের যোদ্ধার প্রতি।
১৯৮৪ সালে ব্রিটিশ নৌবাহিনী থেকে বাতিল করা হয় আইএনএস বিরাটকে। তখন সেই রণতরী কিনে নেয় ভারত। ১৯৮৭ সালে ভারতীয় নৌবাহিনীতে আইএনএস বিরাট নামে যোগ দেয় এই রণতরী। গত তিন দশকে ২২,৬২২ ঘণ্টা জলে ভেসে থেকেছে বিরাট। প্রায় ২,২৫২ দিনে সমুদ্রের বুকে পাড়ি দিয়েছে। সেই হিসেবে বিরাট সমুদ্রের বুকে কাটিয়েছে প্রায় সাত বছর! ২৭ বার প্রদক্ষিণ করেছে গোটা বিশ্বকে! বিরাটের শেষযাত্রায় তার সঙ্গী নৌবাহিনীর এক হেলিকপ্টার। বিরাটের মাথার উপরে খোলা আকাশে উড়ে চলে তার এই শেষ যাত্রাকে সম্মান জানাবে ওই হেলিকপ্টার। গুজরাটে পৌঁছতে দুদিন লাগবে বিরাটের।আইএনএস বিরাটের মতো ঐতিহ্যবাহী এক যুদ্ধজাহাজকে অবসরের পর জাদুঘর কিংবা রেস্তোরাঁ করে ফেলার পরিকল্পনাও নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কোনও পরিকল্পনাই সফল হয়নি। অবশেষে সিদ্ধান্ত হয় তাকে ভেঙে ফেলে বিক্রি করে দেওয়া হবে।
Leave A Comment
You must be logged in to post a comment.