দ্য শেয়ার নিউজ ডেস্ক : শুধু প্রতীক্ষার অবসান বলা যাচ্ছে কোথায়! বলা ভালো দীর্ঘ প্রতীক্ষার অবসান। কারণ, আইপিএল অন্তত পিছিয়ে গিয়েছে পাঁচ থেকে ছ’মাস। কিন্তু, ইংরেজিতে কথা আছে না? বেটার লেট দ্যান নেভার। সেই প্রবাদ অনুযায়ীই যেন অবশেষে শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি আইপিএলের ইতিহাসের অন্যতম সফল দুই দল। চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। মহেন্দ্র সিং ধোনিকে দীর্ঘদিন পর ফের একবার দেখা যাবে ক্রিকেট মাঠে। ম্যাচ খেলতে। এবং অধিনায়ক হিসেবেই। ইতিমধ্যে বলা শুরু হয়ে গিয়েছে যে, এবারের আইপিএলে রানের বন্যা না-ও দেখা যেতে পারে অন্যান্যবারের তুলনায়। কারণ, এবার যে আর আইপিএল দেশের মাটিতে হচ্ছে না। আর ইউএই-র পিচ কিন্তু ভারতের মতো আচরণ করবে না। এমনটাই মত ক্রিকেট বিশেষজ্ঞদের। তাঁদের মতে এবারের আইপিএল ব্যাটসম্যানদের নয়। হতে যাচ্ছে বোলারদের।
ক্রিকেট ব্যাট বলের লড়াই। সেখানে টি২০-তে একচেটিয়া দাপট দেখান ব্যাটসম্যানরা। সেখানে যদি এবারের আইপিএল শেষ পর্যন্ত হয়ে ওঠে বোলারদের। তাহলে খুব একটা মন্দ হবে না। কারণ, আট দলেই রয়েছেন এমন কয়েকজন বোলার, যাঁরা বিশ্বসেরা। তাই, তাঁদের পারফরম্যান্স নিশ্চয়ই মাতিয়ে দেবে আইপিএল সমর্থকদের। শুরু হওয়ার আগেই এবারের আইপিএল নিয়ে রয়েছে অনেক অনেক খবর। এবারের আইপিএলের মূল স্পনসরও গিয়েছে বদলে। ভিভো আইপিএল নয়। এবারের আইপিএল ড্রিম ইলেভেন আইপিএল হয়ে উঠবে। বা হয়ে উঠেছে শুরুর আগে থেকেই। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল ব্যাটসম্যান সুরেশ রায়না। প্রত্যেকটি আইপিএলেই ঝুড়ি ঝুড়ি রান করেছেন তিনি। যদিও এবার আর দেখা যাবে না রায়নার ঝোড়ো ইনিংস। চেন্নাই সুপার কিংস দলের একাধিক খেলোয়াড়, সাপোর্ট স্টাফদের হয়ে গিয়েছে করোনা। কলকাতা নাইট রাইডার্সও শুরুর দিকে পাচ্ছে না, দলের একাধিক তারকা ক্রিকেটারকে। রয়েছে অনেক থাকা-না থাকার হিসেব। তা সত্বেও শেষ পর্যন্ত যে আজ থেকে শুরু হচ্ছে আইপিএল, এটাই সবথেকে মজার। করোনার জন্য গত ছ’মাস ধরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রয়েছেন ভারতীয়রা। আশার কথা, আগামী প্রায় মাস দেড়েক ক্রিকেটঅন্ত প্রাণ ভারতীয়রা সব ভুলে আইপিএল উতসবেই মেতে থাকবেন।
Leave A Comment
You must be logged in to post a comment.