দ্য শেয়ার নিউজ ডেস্ক : হাথরাসে গণধর্ষণ ও নির্মম অত্যাচারে দলিত তরুণীর মৃত্যুর ঘটনা ঘিরে উত্তাল গোটা দেশ। নির্যাতিতার দেহ গভীর রাতে তড়িঘড়ি দাহ করা নিয়েও পুলিশের বিরুদ্ধে জন্মেছে ক্ষোভের আগুন। এমন প্রেক্ষাপটে উত্তরপ্রদেশের মেয়েদের পাশে থেকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথ। শুক্রবার টুইটারে যোগী আদিত্যনাথ লিখেছেন, যারা নারীদের সম্মান নষ্ট করবে, তাদের এমন সাজা দেওয়া হবে, যা দৃষ্টান্ত হয়ে থাকবে। উত্তরপ্রদেশের মেয়েদের সুরক্ষা ও উন্নতিতে তাঁর সরকার যে অঙ্গীকারবদ্ধ, সে বার্তাও তুলে ধরেছেন যোগী। এদিন টুইটারে যোগী আদিত্যনাথ লিখেছেন, ‘উত্তরপ্রদেশের মা-বোনেদের সম্মান নষ্ট করার ধারণা সমূলে নাশ করতে হবে। যারা এমন অপরাধ করবে, তাদের এমন সাজা দেওয়া হবে, যা আগামী দিনে দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রত্য়েক মা-বোনেদের সুরক্ষা ও উন্নতিতে উত্তরপ্রদেশ সরকার অঙ্গীকারবদ্ধ’।

প্রসঙ্গত, বুধবার ভিডিও কলের মাধ্যমে নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলে হাথরাসে গণধর্ষণকাণ্ডে দোষীদের কঠোর সাজা দেওয়া হবে, এমন আশ্বাসই দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। পাশাপাশি, নির্যাতিতার পরিবারকে ২৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য, একটি বাড়ি ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছে যোগী সরকার।