দ্য শেয়ার নিউজ ডেস্ক : বৃহস্পতিবার ডুমুরজলায় এলআরএস বাংলা স্পোর্টস অ্যাকাডেমিতে সাংবাদিক সম্মেলনে লক্ষ্মীরতন শুক্লা বলেন, ‘২০১৬ সালের পর থেকে যাঁদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি তাঁদের সকলকে শ্রদ্ধা ও ধন্যবাদ জানিয়ে আপাতত রাজনীতি থেকে আমি সরে গেলাম। এখনও বিধায়ক পদ ছাড়িনি, রাস্তায় বেরবো, মানুষের জন্য কাজ করব। যখন রাজনীতিই ছেড়ে দিচ্ছি তখন কোথাও যাওয়ার কোনও প্রশ্নই নেই। শুধু এটুকুই বলতে চাই যে আপাতত আমি খেলাধুলোতেই বেশি মনোযোগ দেব। এতদিন তাই করছিলাম। আরও ভাল ভাবে রাজ্যের ক্রীড়াজগতে কীভাবে কাজ করতে পারি সেই চেষ্টাই করব।’
প্রসঙ্গত, হাওড়া শহর তৃণমূল সভাপতির পদ থেকেও ইস্তফা দিয়েছেন লক্ষ্মী। কিন্তু এই পদ ছাড়ার কারণ কী? উত্তরে বাংলার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বলেন, ‘কিছু জিনিস আছে যা সংবাদমাধ্যম বা প্রকাশ্যে না বলাই ভাল। আমি এখনও বিধায়ক রয়েছি। বিধায়কের টার্ম যতদিন আছে তা পূরণ করব। আমার কোনও ক্ষোভ নেই। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। তাঁর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। তা বজায় থাকবে। গত সাড়ে ৪ বছরে আমি একটাই কাজ করিনি, তা হল রাজনীতি। যতদিন প্রাণ থাকবে ততদিন কাজ করার সুযোগ রয়েছে। আমার জীবনে আলাদা কোনও অ্যাজেন্ডা নেই। আমি সোজাসাপ্টা মানুষ।’
Leave A Comment
You must be logged in to post a comment.