দ্য শেয়ার নিউজ ডেস্ক : ফের নাম না করে শুভেন্দু-সহ একাধিক বিদ্রোহী নেতা-মন্ত্রীকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেসের কর্মিসভায় দলবিরোধীদের স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন, বিজেপির সঙ্গে আঁতাঁত করলে তৃণমূলে তাঁদের কোনও জায়গা নেই। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘১০ বছর পার্টির খেয়ে, ১০ বছর সরকারে থেকে সরকারের খেয়ে নির্বাচনের সময় এর সঙ্গে ওর সঙ্গে বোঝাপড়া যাঁরা করে আমি তাঁদের বরদাস্ত করি না।’ যাঁরা গত দশ বছর মমতার সঙ্গে চলেছেন, দলের অনুগত সৈনিক তাঁরাই এবার নির্বাচনে জোড়াফুলের প্রতীকে দাঁড়াবেন। যাঁরা বেসুরো তাঁদের নির্বাচনে টিকিট দেওয়া হবে না, তা ঠারেঠোরে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে আরও বলেছেন, একুশে এমন পরীক্ষা দেবেন যাতে বিজেপি আর কোনওদিন পরীক্ষায় বসতে না পারে।

দলের কর্মীদের চাঙ্গা করতে বেশ কিছু ভোকাল টনিক দেন মমতা। বলেন, ‘আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরাই দলের সম্পদ। জনগণই মাথায় তুলে রাখবে যদি আপনারা ভাল কাজ করেন। যদি কোনও ভুলত্রুটি করে থাকেন নিজেদের সংশোধন করে নেবেন। তাহলে মানুষের কাছে মাথা পেতে ক্ষমা চেয়ে নেবেন। মনে রাখবেন, মানুষের কাছে ক্ষমা চাইলে কোনও অপরাধ হয় না। মানুষই আমাদের সবচেয়ে বড় অভিভাবক। পুরনো-নতুন মিলে কাজ করুন। এ বড় না বি বড় বা সি বড় সেটা দেখার দরকার নেই। যুদ্ধ যখন আসে তখন যুদ্ধ জয় করাটাই সবচেয়ে বড় লক্ষ্য হয়ে দাঁড়ায়। আমরা আন্দোলন করে উঠে আসা লোক, মার খেয়ে উঠে আসা লোক। আমার শরীরে এমন কোনও জায়গা নেই যেখানে মার খাইনি। কাজেই রক্তাক্ত অবস্থায় লড়াই করে এসেছি। মানুষের জন্য লড়াই করতে আমি পিছপা হব না।’