দ্য শেয়ার নিউজ ডেস্ক : মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে এবার সতর্কতা জারি করল মুম্বই পুলিশ। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে কেন্দ্র করে উঠে এসেছে ড্রাগ মামলা। সেই ড্রাগ মামলায় বলিউডের বেশ কিছু তারকাদের জেরা পর্ব চলছে এনসিবি দফতরে। সেই সেলিব্রিটিদের গাড়িই নাকি ধাওয়া করা হচ্ছে মিডিয়ার পক্ষ থেকে। উদ্দেশ্য, সেলিব্রিটিদের ছবি বা ভিডিও তোলার জন্য। সেই বিষয়েই এবার সতর্কতা জারি খোদ মুম্বই পুলিশের।

জানা যাচ্ছে, শনিবার এনসিবি দফতরে জেরার জন্য হাজির হয়েছিলেন দীপিকা পাডুকোনে, শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খান। বলিউডের মাদক মামলায় তাঁদের বয়ান রেকর্ড করার জন্যই তলব করেন এনসিবি আধিকারিকরা। বলিউডের তিন তারকা জেরা পর্ব শেষ করে নিজেদের গন্তব্যস্থলে রওনা হওয়া মাত্রই তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে মিডিয়া। যাতে এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ পাওয়া যায়, সেই জন্যই দীপিকা পাডুকোন, শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খানের গাড়ির পিছনে ধাওয়া করে মিডিয়া। সূত্রের খবর, দীপিকা পাডুকোন ও শ্রদ্ধা কাপুরদের গাড়ি মিডিয়ার নজর এড়িয়ে যেতে পারলেও সারা আলি খানের গাড়ি ফলো করা হয়। এমন ঘটনার পরই মুম্বই পুলিশ সতর্কবার্তা জারি করতে বাধ্য হয় বলে জানা যাচ্ছে।

মুম্বই পুলিশের জোন-১ এর ডেপুটি পুলিশ কমিশনার সংগ্রাম সিং নিশানদার মিডিয়াকে অনুরোধ করেন, যাতে অভিনেতাদের গাড়ি এভাবে ফলো না করা হয়। এতে সেলিব্রিটি-সহ নিজেদের এবং সাধারণ পথচারীদেরও বিপদের মুখে ফেলা হয়। এই সতর্কবার্তার সঙ্গেই কার্যত আদেশের স্বরে জানানো হয়েছে, যদি কোনো মিডিয়ার গাড়ি তারকাদের গাড়ি ফলো করে তাহলে সেই গাড়ি বাজেয়াপ্ত করা হবে। সেই গাড়ির চালকদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হবে। শোনা যাচ্ছে, এই সতর্কবার্তায় কাজ হয়েছে বলেই ধারণা। কারণ, সন্ধের সময় দুই তারকার জেরা পর্বের পর এমন ঘটনা আর ঘটেনি।