দ্য শেয়ার নিউজ ডেস্ক : করোনা সংক্রমণের হার এখন কিছুটা কমলেও যতটা আশা করা হচ্ছিল সেভাবে ততটাও কমেনি। গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছেন প্রায় ৮৬ হাজার জন। শুক্রবারই দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৫৮ লক্ষ। একদিনে মৃত্যুর হারও বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় করোনার থাবায় প্রাণ হারিয়েছেন ১১৪১জন। এখনও পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে মোট ৯২ হাজার ২৯০ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
তবে, এরই মধ্যে করোনা পরীক্ষায় রেকর্ড তৈরি হল ভারতে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই প্রসঙ্গে জানিয়েছে, ১৪ লক্ষ ৯২ হাজার ৪০৯টি কোভিড পরীক্ষা হয়েছে একদিনে। টেস্ট পার মিলিয়নে (টিপিএম)-এ সেই সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৯৪৮। এখনও পর্যন্ত দেশে মোট করোনা পরীক্ষা হয়েছে প্রায় ৭ কোটি। তবে করোনা পরীক্ষা বৃদ্ধি পাওয়ায় অনেক ইতিবাচক দিকগুলি জানা যাচ্ছে। যেমন করোনা পরীক্ষার ফলে অ্যাক্টিভ কেসের সংখ্যা যে দেশে কমছে তা বুঝতে পারা সম্ভব হচ্ছে। প্রসঙ্গত, আনলক ৪-এও দেশে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। ভারতে এই মুহূর্তে মহামারীতে আক্রান্ত ৫৮ লক্ষ ১৮ হাজার ৫৭১ জন। মৃত্যু হয়েছে ৯২ হাজার ২৯০ জনের। বাংলায় মোট আক্রান্ত ২ লক্ষ ৩৭ হাজার ৮৬৯ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪,৬০৬ জনের।
Leave A Comment
You must be logged in to post a comment.