দ্য শেয়ার নিউজ ডেস্ক : বাংলার প্রতিভাবানদের তাঁদের প্রতিভাকে প্রকাশ করার জন্য সেরা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াচ্ছে নেটউড (NETWOOD)। নেটউড একটা ওটিটি প্ল্যাটফর্ম। যারা এখন সারা বাংলা থেকে খুঁজে বেরাচ্ছে প্রতিভাবানদের। সে তিনি অভিনয়ে দক্ষ হোন অথবা গানে। স্ট্যান্ড আপ কমেডি হোক কিংবা স্ক্রিপ্ট রাইটার। সবার জন্য দরজা খোলা নেটউডের। এখন চলছে ‘নেটউড স্টারস হান্ট’। তারা প্রতিভাবানদের বাছাই করছে দুটো বয়সভিত্তিক ক্যাটাগরি বা বিভাগে। একটিতে ৮ থেকে ১৪ বছর বয়সি বাচ্চাদের। এবং অন্য বিভাগে ১৮ থেকে ৫৫ বছর বয়সি প্রতিভাবানদের অডিশন নিচ্ছে তারা।

রবিবার পার্ক হোটেলে হয়ে গেল নেটউড স্টারস হান্টের গ্র্যান্ড ফিনালে। যদিও করোনার কথা ভেবে এই অডিশনেও ছিল বা রয়েছে অভিনবত্ব। একটা অডিশন হচ্ছে অনলাইন। অর্থাত, আপনি যে বিষয়ে দক্ষ, সেই বিষয়ের ভিডিও করে পাঠিয়ে দিন নেটউডকে। আর একটা বিভাগে আপনাকে সশরীরে উপস্থিত থাকতে হচ্ছে নেটউডের অডিশনে। ২০ সেপ্টেম্বর রবিবার কলকাতার পার্ক হোটেলে হয়ে গেল নেটউড স্টারস হান্ট প্রতিযোগিতার অনলাইন অডিশনের গ্র্যান্ড ফিনালে। সেখানে বিচারকের আসনে আলো করে ছিলেন পরিচালক অনীক দত্ত থেকে শুরু করে অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গায়ক রূপঙ্কর বাগচি থেকে নৃত্যশিল্পী অলকানন্দা রায়। আছেন একঝাঁক গুণী মেন্টর। এখানে বিজয়ীরা শুধু প্রাইজ মানি-ই পাচ্ছেন না। নেটউড তাঁদের সঙ্গে তিন থেকে পাঁচ বছরের চুক্তিও করে নিচ্ছে। যাতে, আগামিদিনে এই প্রতিভাবানের নেটউড ওটিটি প্ল্যাটফর্মের হয়েই কাজ করতে পারেন। তাই এমন সোনার সুযোগ হাতছাড়া করবেন কেন! যদি মনে করেন, আপনার মধ্যেও রয়েছে প্রতিভা। আর আপনি চান সেই প্রতিভার ঝলক সবাইকে দেখাতে। শীঘ্রই যোগাযোগ করুন নেটউডের সঙ্গে। প্রসঙ্গত, নেটউড স্টারস হান্টের অডিশন হচ্ছে কলকাতা, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা এবং শিলিগুড়িতে। এর কোনও একটিতে পৌঁছে যান আপনি। আর একটা অডিশনেই বদলে ফেলুন আপনার জীবন।