দ্য শেয়ার নিউজ ডেস্ক : মহালয়ায় দুর্গা রূপে সেজে বিপাকে অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছিলেন তৃণমূল সাংসদ। আর সেটাই অপরাধ হল নুসরত জাহানের। তারপর থেকে মৌলবাদীদের তরফে ক্রমাগত খুন-ধর্ষণের হুমকি পাচ্ছেন তিনি। এমনটাই অভিযোগ তাঁর। বর্তমানে লন্ডনে একটি ছবির শুটিংয়ের জন্য রয়েছেন অভিনেত্রী। সেখানেই বাধ্য হয়ে ভারতীয় হাই কমিশনের কাছে নিরাপত্তা চাইলেন নুসরত। এমনকী পশ্চিমবঙ্গ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছেও নিরাপত্তা ব্যবস্থার আর্জি জানিয়েছেন তিনি। তবে এই বিষয়ে এখনও পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেননি অভিনেত্রী।
প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর মহালয়ার দিন মহিষাসুরমর্দিনী সেজে ইনস্টাগ্রাম ও টুইটারে ছবি পোস্ট করেছিলেন নুসরত জাহান। ওইদিন আরও অনেক অভিনেত্রী দুর্গা সেজে ছবি শেয়ার করেন। নুসরতও ব্যতিক্রম ছিলেন না। তারপর থেকেই তাঁকে সোশ্যাল মিডিয়ায় ভারত ও পড়শি দেশের বিভিন্ন মৌলবাদীরা খুন ও ধর্ষণের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। কেন মুসলিম হয়ে হিন্দু দেবী সেজেছেন তিনি, এই অপরাধে তাঁকে লাগাতার খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে সরব হয়েছেন তিনি। এই প্রসঙ্গে ব্রিটেনে ভারতীয় হাই কমিশনারকে একটি চিঠিতে নুসরত লিখেছেন, ১৬ অক্টোবর পর্যন্ত ছবির শুটিংয়ের জন্য তিনি লন্ডনে থাকবেন। কিন্তু বারবার এই হুমকি তাঁকে মানসিক অবনতির কারণ হচ্ছে। তাই এই কারণে পুলিশি নিরাপত্তা চেয়েছেন নুসরত জাহান।
Leave A Comment
You must be logged in to post a comment.