দ্য শেয়ার নিউজ ডেস্ক : শুভেন্দু অধিকারীর বিধায়ক পদ থেকে ইস্তফা প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় বলেছেন, ‘বাংলার গণআন্দোলনের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তবে তাঁর আগামী সিদ্ধান্ত জানি না। বিজেপি তাঁকে স্বাগত জানাবে কিনা দল সিদ্ধান্ত নেবে।’ এর আগে শুভেন্দুকে পদ্ম বাহিনীতে স্বাগত জানানোর কথা বলেছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ অর্জুন সিংরা। এ দিন দিলীপ ঘোষ বলেছেন, ‘তৃণমূলে কোনও গণতন্ত্র নেই। তিনি আসতে চাইলে তাঁকে স্বাগত জানানো হবে।’

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী সম্পর্কে বলেছেন, ‘ও চলে গিয়েছে ভাল হয়েছে। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। এত বছর ধরে সব ভোগ করে নিয়ে চলে গেল। এরা যত যায় ততই ভাল। আর এক তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘শুভেন্দু দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। দল দলের মতই চলবে। ওর আদর্শের কথা ভ্রান্ত। পদের উচ্চাশায় দরাদরি করছিলেন, এখন দেখা যাক বিজেপিতে গিয়ে ও কি পায়।’ শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে মুর্শিদাবাদ, ঝাড়গ্রামসহ বেশ কয়েকটি জেলার পর্যবেক্ষক ছিলেন। প্রায় সব জেলাতেই তৃণমূলের অন্দরে তাঁর প্রভাব ও অনুগামী রয়েছেন। এই অবস্থায় শুভেন্দুর বিধায়ক পদে ইস্তফায় ভোটের আগে তৃণমূলের সংগঠনে কী প্রভাব পড়ে সেটাই দেখার।