দ্য শেয়ার নিউজ ডেস্ক : গত আড়াই মাস ধরে সেই লড়াইটা চলছিল হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হল না। যে মানুষটা তেকাঠির নীচে দাঁড়িয়ে কলকাতার তিন প্রধানকে অসংখ্যবার রক্ষা করেছেন, জীবন যুদ্ধে হেরে গেলেন সেই প্রশান্ত ডোরা। মাত্র ৪৪ বছরের শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।
জানা যাচ্ছে, অনেকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। কিন্তু জ্বর না কমায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভরতি করা হয়েছিল। এরপর থেকেই কমতে থাকে রক্তের প্লেটলেটের সংখ্যা। প্রাথমিকভাবে তাঁর রোগ নির্ণয় করা যায়নি। তারপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল। জানা যায়, অতি বিরল হেমোফাগোসিটিসি লিম্ফহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) রোগে আক্রান্ত প্রশান্ত। প্রয়োজন ছিল রক্তের। ক্রমশ কমতে থাকে প্লেটলেট। ভাইয়ের জন্য রক্ত জোগাড়ের আর্জি জানান দাদা প্রশান্ত ডোরাও। রক্তের সন্ধান শুরু করেন স্ত্রী সৌমিও। বিভিন্ন ফ্যান ক্লাবের রক্ত জোগাড়ের চেষ্টা করা হচ্ছিল। কিন্তু শেষরক্ষা হয়নি আর। মঙ্গলবার দুপুর ১ টা ৪০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রশান্ত ডোরা। প্রশান্তের প্রয়াণের খবর ময়দানে শোকের ছায়া নেমে এসেছে।
Leave A Comment
You must be logged in to post a comment.