দ্য শেয়ার নিউজ ডেস্ক : মঙ্গলবার সংসদে স্পিকারের সামনে কলকাতার ফুটবলের দীর্ঘদিনের এক সমস্যা নিয়ে কথা বললেন তৃণমূল সাংসদ প্রসুন বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সংসদের স্পিকার ওম বিড়লাকে বলেন যে, যেহেতু তিনি একজন ফুটবলার এবং ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক, তাই তিনি ফুটবল নিয়ে খুব দরকারি কিছু কথা বলতে চান। তিনি এমনও বলেন, এই বার্তা স্পিকারের মাধ্যমে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে পৌঁছে দিতে চান।

প্রসুন বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘কলকাতার ফুটবল ক্লাবগুলো বিশেষ করে তিন প্রধান ক্লাব- মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের পৃথিবী জুড়ে কোটি কোটি সমর্থক রয়েছে। কিন্তু এই অক্টোবর মাসটায় তাঁরা সবাই খুব খারাপ থাকেন। তার কারণ, ১৯২২ সালে যখন আমাদের দেশ স্বাধীন হয়নি, তখন ইংরেজরা একটি নিয়ম জারি করে দেয়। নিয়মটি হল, ১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ময়দানে সূর্যাস্তের পর কোনও আলো জ্বালানো যাবে না। ইংরেজরা ১৯৪৭ সালে দেশ ছেড়ে চলে যায়। কিন্তু তারপরও আমাদের দেশে আজও এই নিয়ম চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। অর্থাত, এখনও বছরের এই সময়টায় সেনাবাহিনীর আদেশের জন্য আলো জ্বলতে পারে না রাতের বেলায় ময়দানে। খুলে ফেলতে হয় ছাউনিও। এই পুরনো নিয়মের জন্য অকারণ অনেক দুর্ভোগ পোহাতে হয় ময়দানের এই তিন প্রধান ক্লাব এবং অন্যান্য ক্লাবগুলোকেও। দীর্ঘদিন ধরে এই সমস্যার কোনও প্রতিকার হয়নি। তাই আমি সংসদে রাজনাথ সিংয়ের উদ্দেশ্যে বিনীত অনুরোধ করছি, তিনি যেন কোটি কোটি মানুষের ভাবাবেগের গুরুত্ব বুঝে এই নিয়মটি বন্ধ করেন। তিনি যেন সেনাবাহিনীকে নির্দেশ দেন, ইংরেজদের করা এই পুরনো নিয়মটি বন্ধ করা হয়। তাহলে কলকাতাসহ বাংলার ফুটবলপ্রেমীরা সাধুবাদ জানাবে।’

সত্যিই মাননীয় সাংসদ প্রসুন বন্দ্যোপাধ্যা খুব গুরুত্বপূর্ণ কথাটি সংসদে উপস্থাপন করেছেন। দীর্ঘদিনের এই নিয়ম এবার বন্ধ হওয়া দরকার। এখন দেখার, দেশের ফুটবলের প্রাক্তন অধিনায়কের সংসদে তোলা এমন আর্জিকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী কতটা গুরুত্ব দেন। তবে বাংলার ফুটবলপ্রেমী মানুষ প্রসুন বন্দ্যাপাধ্যায়ের এমন গুরুত্বপূর্ণ বিষয় সংসদে উপস্থাপন করার জন্য কৃতজ্ঞ থাকবে। তিনি তাঁর কাজ করেছেন। এখন দেখার কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী তাঁর কাজটি করেন কিনা।