দ্য শেয়ার নিউজ ডেস্ক : করোনা আক্রান্ত হলেন অভিনেতা তথা যুব তৃণমূলের কর্মকর্তা সোহম চক্রবর্তী। জানা গিয়েছে তাঁর শরীরে করোনার উপসর্গ রয়েছে। মঙ্গলবার রাতেই সোহমকে ইএম বাইপাস সংলগ্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত কয়েকদিন ধরে সংক্রমণের লক্ষ্ণ দেখা দেওয়ায় নমুনা পরীক্ষা করান সোহম চক্রবর্তী। করোনার রিপোর্ট এলে জানা যায়, তিনি ভাইরাসে সংক্রমিত। হাসপাতালের তরফে জানানো হয়েছে, সোহমের অবস্থা স্থিতিশীল। পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। সোহমের স্ত্রী ও দুই সন্তানেরও করোনা পরীক্ষা করানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
প্রসঙ্গত, এর আগেও টলিউডের একাধিক কলা-কুশলী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনা পজিটিভ হয়েছিলেন রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, কোয়েলের স্বামী নিশপাল সিং রানে, পরিচালক রাজ চক্রবর্তী। অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ও কোভিডে আক্রান্ত হয়েছিলেন। আপাতত এঁরা প্রত্যেকেই করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন।
Leave A Comment
You must be logged in to post a comment.