দ্য শেয়ার নিউজ ডেস্ক : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর নিজের মত পরিবর্তন করেছেন শতাব্দী রায়। শুক্রবার সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর শনিবার ফেসবুকে ফের পোস্ট করেন শতাব্দী। সেখানে তিনি তৃতীয় বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন বলে মন্তব্য করেন। ভূয়সী প্রশংসা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোটের মুখে দলের কর্মীদের একজোট হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
যদিও শতাব্দী রায়ের এই বক্তব্যের পরও আশা ছাড়তে নারাজ বোধহয় বিজেপি। কারণ, শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘আমাদের লিস্ট তৈরি আছে। এই ছিন্নমস্তা মন্দিরে দাঁড়িয়ে বলেছিলাম শুভেন্দু দা আসছেন। তখন তৃণমূল কংগ্রেস হেসেছিল। আজও বলছি, শতাব্দী রায় ২ নম্বরে আছেন। এক নম্বরে আছেন রাজীব ব্যানার্জি। তিন নম্বরে আছেন অপরূপা পোদ্দার। প্রসূন ব্যানার্জিও আছন। সাত থেকে আট জন সাংসদ চিন্তা ভাবনা করে নিয়েছেন। শুধু সময়ের অপেক্ষা। কালকে দিদি আবার অভিনয় করে শতাব্দী রায়কে আটকালেন। কিন্তু, আজ নয় কাল উনি বিজেপিতেই আসবেন। কারণ উনি কিছু কাজ করতে চাইছেন।’ তাঁর কথা অনুযায়ী লিস্টে থাকা রাজীব বন্দ্যোপাধ্যায় এখনও দল ছাড়ার কথা কিছুই বলেননি। হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়েরও মত বদলেছে সৌগত রায়ের সঙ্গে কথা বলার পর। এখন দেখার সৌমিত্র খাঁয়ের কথা এবারও ‘সত্যি’ হয় কিনা।
Leave A Comment
You must be logged in to post a comment.