দ্য শেয়ার নিউজ ডেস্ক : মঙ্গলবার থেকেই শারীরিক অস্বস্তি বোধ করছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবারও একই সমস্যা দেখা দিচ্ছিল। তারপরেই ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে আলোচনা করেন মহারাজ। চিকিতসকই তাঁকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। এরপরই তড়িঘড়ি করে সৌরভ গঙ্গোপাধ্যায় অ্যাপোলো হাসপাতালে যান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সৌরভ এদিন হেঁটেই হাসপাতালে ঢোকেন। গ্রিন করিডর করে সৌরভকে অ্যাপোলোতে আনা হয়। একবালপুর, এজেসি বোস ফ্লাইওভার হয়ে অ্যাপোলোতে পৌঁছন সৌরভ। শেষ খবর পাওয়া পর্যন্ত ইকোকার্ডিওগ্রাম, ইসিজি করা হয়েছে মহারাজের। সেই রিপোর্টে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে। এদিনই এনজিওগ্রাম করার কথা থাকলেও, তা আপাতত স্থগিত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এনজিওগ্রাম করা হবে বলে জানা গিয়েছে।
জানা যাচ্ছে, হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এসেছেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। হাসাপাতালে পৌঁছেছেন বৈশালী ডালমিয়াও। বৈশালী ডালমিয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ সেরে ফেরার সময় বলেছেন, তিনি আপাতত সুস্থ রয়েছে। চিকিৎসকরা বলেছিলেন, সামান্য অস্বস্তি হলেই যেন চিকিৎসকের শরণাপন্ন হন তিনি।
Leave A Comment
You must be logged in to post a comment.