দ্য শেয়ার নিউজ ডেস্ক : শান্তাকুমারন শ্রীসন্থ। একটা সময় ভারতীয় দলে তিনি ছিলেন অটোমেটিক চয়েস। মাত্র অল্পদিনের মধ্যেই নিজের পারফরম্যান্সের জেরে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে নিয়েছিলেন শ্রীসন্থ। বল হাতে তিনি যেমন সাবলীস ছিলেন, তেমনই দরকারে ঝলসে উঠেছে তাঁর ব্যাটও। কিন্তু ম্যাচ গড়াপেটায় জড়িয়ে সাতটা বছর নির্বাসিত থাকলেন ক্রিকেট থেকেই। ২০১৩ এর আইপিএলের পর পুনরায় বিসিসিআই এর স্বীকৃত কোনও ক্রিকেট ম্যাচে মাঠে নেমে মন্দ বোলিং করলেন না শ্রীসন্ত। উইকেটও তুললেন। জয় দিয়ে তাঁর কামব্যাক ম্যাচ স্মরণীয় করে রাখল কেরল।

ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা যেন শেষ হল। অবশেষে শ্রীসন্থ ফিরলেন ক্রিকেট মাঠে। এবং প্রথম ম্যাচ খেলতে নেমেই পেলেন উইকেট। মুস্তাক আলি ট্রফির ম্যাচে পুদুচেরির মুখোমুখি হয় কেরল। প্রথমে ব্যাট করে পুদুচেরি ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৮ রান তোলে। শেল্ডন জ্যাকসন ১৭ রান করেন। শ্রীসন্ত ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। জলজ সাক্সেনা ৪ ওভারে ১৩ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে কেরল ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৩৯ রান তুলে নেয়। রবীন উথাপ্পা ২১ ও সঞ্জু স্যামসন ৩২ রান করেন। অর্থাত, শ্রীসন্থ দীর্ধদিন পর ক্রিকেট মাঠে নেমে যেমন বল হাতে উইকেটও পেলেন তেমনই তাঁর দলও পেল জয়। বাংলা ছেড়ে গোয়ার হয়ে মাঠে নেমে প্রথম ম্যাচে দুই উইকেট পেলেন অশোক দিন্দাও। যদিও হেরে যায় তাঁর দল। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে যুজবেন্দ্র চাহাল নিয়েছেন ২১ রানে ২টি উইকেট।