দ্য শেয়ার নিউজ ডেস্ক : বিজেপিতে যোগদানের পর ঝাড়গ্রামে পা রেখেই নাম না করে ছত্রধর মাহাতোর বিরুদ্ধে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে ঝাড়গ্রামের জামদা সার্কাস মাঠে দলীয় সভা থেকে নাম না করে ছত্রধরের সমালোচনা করেন তিনি। বলেন, বিচ্ছিন্নবাদীদের সুযোগ দেবেন না। এদিন ছত্রধর মাহাতো বলেন, ‘এখানে তৃণমূল কংগ্রেসের মুখ কে? ১০ বছর জেলে ছিলেন যিনি। আপনাদের মনে নেই? জোর করে মিছিলে হাঁটাতো। জনসাধারণের কমিটি অত্যাচার করেনি? ঝাড়গ্রাম শহরকে ৩৭ দিন বন্ধ রেখেছিল’। ছত্রধরের জনসমর্থন নেই বলে দাবি করে শুভেন্দু বলেন, ‘ওর সঙ্গে লোক নেই। ২০০১ সালে ঝুড়ি চিহ্ন নিয়ে দাঁড়িয়েছিল। সাড়ে ১৫ হাজার মাত্র ভোট পেয়েছিল। ভয় একদম পাবেন না’।

এমনকী ছত্রধরের বিরুদ্ধে গুছিয়ে নেওয়ার অভিযোগও তোলেন তিনি। বলেন, ‘ঘরে সাবমারর্সিবল পাম্প বসিয়ে নিয়েছে সরকারি টাকায়। দোতলা পাকা বাড়ি করেছে সরকারি টাকায়। একটা ছেলেকে পুলিশের ইনফরমারে ঢুকিয়েছে। আরেকটাকে দিয়েছিল আমার ঘাড়ে। লালগড়ের বিদ্যাসাগর ব্যাঙ্কে চুক্তিভিত্তিক কর্মী হিসাবে ঢুকিয়ে রাখতে হয়েছে। ওই নবান্নর নির্দেশ। আমরা তো কর্মচারী ছিলাম।