দ্য শেয়ার নিউজ ডেস্ক : ১২ জানুয়ারি মঙ্গলবার স্বামী বিবেকানন্দর ১৫৯তম জন্মদিন। রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রে মহাসমারোহে পালিত হচ্ছে আজকের দিনটি। প্রতি বছরের মতো এবারও উত্তর কলকাতায় সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সকাল থেকেই সেখানে দেখা গিয়েছে রাজনৈতিক মানুষদের উপস্থিতি। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা থেকে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী থেকে কৈলাস বিজয়বর্গীয় সবাইকেই দেখা গিয়েছে সিমলা স্ট্রিটে।

ভোটমুখী বাংলায় নেতাজি, কবিগুরু, স্বামী বিবেকানন্দদের নিয়ে বিজেপি ও তৃণমূলের টানাপোড়েন অব্যাহত। মঙ্গলবার, সিমলা স্ট্রিটে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘এই নিয়ে ২০ বছর হয়ে গেল। প্রতি বছর আসি। শ্রদ্ধা জানাই। অন্তর থেকে করি। স্বামীজির আদর্শ খুবই প্রাসঙ্গিক। আমরা সবাই তো ত্রুটিযুক্ত মানুষ, আধ্যাত্মিক জীবনযাপন করতে আমরা পারি না। কিন্তু প্রাসঙ্গিক জীবনযাপন করতে পারি। লকডাউনে একটা পরিবারকে খাওয়ানোর দায়িত্ব আপনিও নিতে পারেন, আমিও নিতে পারি। এটাই স্বামীজির পথ, মত। ‌এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। আমি এর আগে কলেজের ছাত্র হিসেবে এসেছি, কাউন্সিলর, বিধায়ক, সাংসদ হিসেবে এসেছি, গত বছর মন্ত্রী হিসেবে এসেছি। আজ একজন সাধারণ নাগরিক, ভারতীয় হিসেবে এসেছি।’