দ্য শেয়ার নিউজ ডেস্ক : মন্ত্রীত্ব ছাড়ার পর রবিবারই একটি সভায় অংশগ্রহণ করেন শুভেন্দু অধিকারী। যদিও তা অরাজনৈতিক সভা হিসেবেই বলা হয়েছে।রবিবারে মহিষাদলে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী রণজিৎ বয়ালের স্মরণসভায় ভাষণের শুরুতেই নিজেকে তাম্রলিপ্ত জনকল্যাণ সমিতির সভাপতি হিসেবেই পরিচয় দেন শুভেন্দু। যদিও সভাস্থলের পাশে দাদার অনুগামীদের ব্যানার ছিল। মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর এটিই শুভেন্দুর প্রথম জনসভা। তবে শুভেন্দু রাজনীতি নিয়ে ধোঁয়াশাই রাখলেন এদিনও।

জনসভায় শুভেন্দু অধিকারী বলেন, ‘আপনারা যেভাবে আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন তাতে আমরা সত্যিই অভিভূত। আগামী দিনের সংগ্রাম চলবে। আগামী দিনে এই প্রতিষ্ঠানগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনাদের উপস্থিতি আমার অনুপ্রেরণা।আমি বাংলা, বাঙালির হয়ে কাজ করে যাব।’ শুভেন্দুর এই সভা প্রসঙ্গে রাজনৈতিক পর্যবেক্ষকরা এর আগে জানিয়েছিলেন যে অরাজনৈতিক সভায় সম্ভবত নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করবেন না। কোন মঞ্চে কী কথা বলতে হয়, তা তিনি ভালোভাবেই জানেন। শুভেন্দু অধিকারীও সেটাই করলেন। অরাজনৈতিক মঞ্চ থেকে নিজের রাজনৈতিক কোনও অবস্থান স্পষ্ট করলেন না। অনেকেই ভেবেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার জবাব তিনি হয়তো দেবেন। কিন্তু, রবিবার তিনি সেটাও করেননি।