দ্য শেয়ার নিউজ ডেস্ক : বিজেপির রোড শো ঘিরে সোমবার বিকেলে ধুন্ধুমার কাণ্ড টালিগঞ্জে। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের নেতৃত্বে হওয়া বিজেপির মিছিলে ইট, পাটকেল ছুড়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা ওই এলাকায় হামলা চালিয়েছে বিজেপির কর্মী, সমর্থকরাও।রাস্তায় থাকা একের পর এক বাইক, সাইকেল, রিকশায় ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। পরে সেই উত্তপ্ত মিছিল শেষে রাসবিহারী অ্যাভিনিউতে এক সভায় দলের কর্মী, সমর্থকদের ভূয়সী প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী। ফিরহাদ হাকিমকে আক্রমণ করে শুভেন্দু প্রথম অভিযোগ করে বলেন, ‘কলকাতাকে মিনি পাকিস্তান বলা মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রধান প্রশাসকের ছোট ছোট ভাইরা পাথর ছুড়ছিল। আর আপনারা যা তাড়াটা করলেন না দেখার মতো। আমি আমার যুব মোর্চার ভাইদের স্যালুট করছি। একদম ওই মোদীজির মতো অন্দর ঘুসকে মারা। ঠিক ওটাই করেছেন আপনারা।’
শুভেন্দু অধিকারী বলেন, ‘আমাদের স্লোগান আর নয় অন্যায়। কীভাবে অন্যায় হচ্ছে চোখের সামনে আপনারা দেখলেন। পুলিশের অনুমতি নেওয়া মিছিল, দক্ষিণ কলকাতার দক্ষ সংগঠক শঙ্কর শিকদাররা এই মিছিলের আয়োজন করেছে। সেই মিছিলে দুষ্কৃতীরা গলি থেকে বেরিয়ে পাথর ছুড়ছে। পুলিশ আগে দলদাস ছিল। এখন ক্রীতদাসে পরিণত হয়েছে। হাজরা মোড়ে সভা করতে দেওয়া হয়নি। সব মাইক খুলে নিয়েছে। এসব করে বিজেপিকে আটকানো যাবে না।’
Leave A Comment
You must be logged in to post a comment.