দ্য শেয়ার নিউজ ডেস্ক : ‘আমার দল আর আমার নেত্রীর হাতে নেই, অর্থাৎ এই দল আর আমার নয়, হতে পারে না। তাই এই দলের সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করাটাই কি স্বাভাবিক নয়?’— মঙ্গলবার সকালে ফেসবুকে একেবারে জনসমক্ষে দলের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। এভাবেই তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর অনাস্থা প্রকাশ করলেন। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল বিধায়কের এই পোস্ট ইতিমধ্যে ভাইরাল। আর তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। যদিও বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ জেলা তৃণমূল নেতৃত্ব।
এদিন মিহির গোস্বামী জানিয়েছেন, ‘সংগঠন থেকে আমার অব্যাহতি নেওয়ার ঘোষণা করার পর ৬ সপ্তাহ কেটে গিয়েছে। এই ৪৩ দিনে আমি সব দলের কাছ থেকে এক বা একাধিক ফোন কল পেয়েছি, কথা বলেছি। কিন্তু গত ৬ সপ্তাহে খোদ নেত্রীর কাছ থেকে কোনও ফোন আসেনি। কোনও বরখাস্তনামা কিংবা বহিষ্কারের নির্দেশও আসেনি তাঁর কাছ থেকে।’ তাঁর মতে, এর থেকেই স্পষ্ট, দলের ক্ষমতা দলনেত্রীর হাতে নেই। যদিও তৃণমূল বিধায়কের এই মন্তব্য নিয়ে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, যদি তৃণমূল বিধায়ক বিজেপি–তে আসতে চান, আমাদের দরজা খোলা আছে। অবশ্য এই প্রথম নয়। এর আগেও বহুবার তৃণমূল নেতৃত্বকে অস্বস্তিতে ফেলেছেন মিহির গোস্বামী। একাধিকবার বিস্ফোরক মন্তব্য করে উস্কে দিয়েছেন দল ছাড়ার জল্পনাও।
Leave A Comment
You must be logged in to post a comment.