দ্য শেয়ার নিউজ ডেস্ক : করোনা আক্রান্ত হওয়ার ফলে কমছে রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা। আর সেই সুযোগে দেহে বাসা বাঁধছে আরও নানা রোগবালাই। এই নিয়ে আগে থেকেই সচেতন করেছিলেন চিকিৎসকরা। আর সেই রোগগুলির মধ্যে সব চেয়ে আশঙ্কার হল যক্ষ্মা। তাই এবার করোনা থেকে আরোগ্যপ্রাপ্তদের যক্ষ্মা পরীক্ষা বাধ্য করল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর। এই মর্মে দিন কয়েক আগে নির্দেশিকা জারি হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, এবার থেকে করোনা নেগেটিভ রিপোর্ট আসার ৭ থেকে ২১ দিনের মধ্যে যক্ষ্মা পরীক্ষা করানো বাধ্যতামূলক। সরকারি ব্যবস্থায় বিনামূল্যে করানো যাবে পরীক্ষা। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, এখনো পর্যন্ত করোনা মুক্ত হওয়ার পর অন্তত ১৩২ জন রোগীর দেহে যক্ষ্মা সংক্রমণ মিলেছে। অন্তত ২,০০০ জনের দেহে যক্ষ্মার লক্ষ্মণ দেখা গিয়েছে।
চিকিৎসকরা জানাচ্ছেন, করোনা ও যক্ষ্মা একসঙ্গে হলে লক্ষ্মণ দেখে যক্ষ্মাকে চিহ্নিত করা প্রায় অসম্ভব। তাই অনেকের করোনা সেরে গেলেও যক্ষ্মা থেকে যাচ্ছে। এক্ষেত্রে যক্ষ্মা চিহ্নিত করার জন্য পরীক্ষা করা ছাড়া উপায় নেই। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, বিশেষ করে বস্তিবাসী ও ইটভাটার শ্রমিকদের মধ্যে যক্ষ্মায় আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি। তবে কোনও ঝুঁকি নিতে চান না তাঁরা। তাই করোনার সঙ্গে যক্ষ্মা পরীক্ষাও বাধ্যতামূলক করা হয়েছে।
Leave A Comment
You must be logged in to post a comment.