দ্য শেয়ার নিউজ ডেস্ক : এখনও জাঁকিয়ে শীত পড়েনি। তার আগে পারদ ওঠানামা চলছে বাংলাজুড়ে। গতকালের থেকে আজ যদিও কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়ল। গত কয়েকদিনের মতো ভোর ও রাতের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। তবে, বেলা গড়ালে রোদের তাপে ঠান্ডা ভাব কিছুটা উধাও হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, দমদমে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৮.৮ ডিগ্রিতে। অন্যদিকে, শ্রীনিকেতেনের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াসে। বর্ধমানে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ১৯ ডিগ্রিতে। আসানসোলে পারদ ছুঁয়েছে ১৮.৩ ডিগ্রিতে। পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, হাওড়়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদাতেও শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানা গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৯ শতাংশ, ন্যুনতম ৩৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি।
Leave A Comment
You must be logged in to post a comment.